বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:৩২ PM
অবৈধ পথে নিয়ে আসা ১৫৩ পিস ভারতীয় কাপড় উদ্ধার করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা সেনা জোন। এসব কাপড়ের বাজারমূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা। 

শনিবার (০৫ অক্টোবর ) ভোর রাত রাতের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এ কাপড় গুলো জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকায় দিয়ে অবৈধ পথে ভারতীয় কাপড় মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গায় প্রবেশ হয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে সি টাইপ একটি টিম অভিযান পরিচালনা করে। 

এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড়ের দুটি বস্তা চৌধুরীঘাট এলাকায় রাস্তার উপর ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জিন্সের প্যান্ট ২৭টি, টি শার্ট ৬৬ টি, শার্ট ৪৪টি, কলার টি শার্ট ১৬টি, মোট ১৫৩ টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত কাপড় গুলো যথাযথ জমা করনের প্রক্রিয়া চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত