বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চাটখিলের আয়মন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:৩১ PM আপডেট: ০৫.১০.২০২৪ ২:৪৪ PM
বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর এমএসসি (গনিত) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ফলিত গণিত বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সালেহা বেগম আয়মন

আয়মন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের রাজার বাড়ির সোলায়মান ভুলু ও হোসনে আরা দম্পতির একমাত্র কন্যা।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর গণিত বিষয়ের এমএসসি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আয়মান উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলসহ পাশ করেন।

এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ১৪তম ব্যাচে ভর্তি হন। নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বিএসসিতে তার ফলাফল ছিল ৩.৯৩।

এছাড়াও আয়মন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ সেরা ১০ এর একজন ছিলেন।

আয়মন জানান, তিনি ভবিষ্যতে গণিত বিষয়ে গবেষণা করতে চান। এসময় তিনি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশা ব্যক্ত করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বুয়েট   গনিত   নোবিপ্রবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত