বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পুলিশের মনোবল ফেরাতে নেয়া হচ্ছে নানা কৌশল, শঙ্কা কাটেনি এখনও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৪১ AM
নানা সংকট থাকলেও ধীরে ধীরে কার্যক্রম সচল হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫ থেকে ৬টি থানার অবকাঠামো সংস্কারের কাজ শেষ হয়নি এখনও। 

পুলিশের মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, স্বাভাবিক ছন্দে ফিরতে আরও সময় লাগবে তাদের। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তাদের মনোবল ফেরাতে এবং লজিস্টিক সাপোর্ট বাড়াতে বিশেষ নজর দিচ্ছেন তারা।

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর অন্যতম ব্যস্ত থানা যাত্রাবাড়ী। ছয়তলা ভবনের পুরোটাই পুড়ে যায়। দুমাস পরও সচল হয়নি দেশের ১৬ জেলার প্রবেশমুখের যাত্রাবাড়ি থানা। এখনও শেষ হয়নি এর অবকাঠামো স‌ংস্কারের কাজ।
 
প্রতিদিনই যারা আসছেন থানায়, সাধারণ ডায়েরিও (জিডি) করতে পারছেন না তারা। তবে খুব অল্প সময়ের মধ্যেই এ থানার কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা ডিএমপির।
 
আপাতত ডেমরা থানা ভবনে যাত্রাবাড়ী থানার কার্যক্রমের জন্য বরাদ্দ করা দুটি কক্ষে গিয়ে দেখা যায়, সেবাগ্রহীতাদের ভিড়। মাঠ পর্যায়ের পুলিশকর্মীরা বলছেন, এখনও শঙ্কায় রয়েছেন তারা। নথিপত্রের কাজ স্বাভাবিকভাবে চললেও গাড়ি সংকটে আক্রান্তদের পাশে দ্রুত সাড়া দিতে পারছেন না তারা।

একই রকম চিত্র রাজধানীর মিরপুর মডেল থানার। এখনও চলছে সংস্কার কাজ। কার্যক্রম পরিচালনার জন্য একটি কক্ষও উপযুক্ত নয়। পেছনের স্টাফ কোয়ার্টারের আবাসিক ভবনে চলছে মিরপুর মডেল থানার কার্যক্রম। কর্মীদের থাকার কক্ষে দাফতরিক কার্যক্রম শুরু হলেও পুরোপুরি সেবা দিতে পারছে না থানাটি।
 
তবে রাজধানীর বেশিরভাগ থানাই ঘুরে দাঁড়িয়েছে। কয়েকটি থানা ঘুরে দেখা যায়, সব সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে ফিরেছে তাদের কার্যক্রম। ঊর্ধ্বতনরা বলছেন, পুলিশের মানসিক শক্তি বাড়িয়ে মাঠে ঘুরে দাঁড়াতে কারিগরি সহায়তা ছাড়াও নানা রকম কৌশল নিচ্ছেন তারা।
 
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্টেবল রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি স্ট্যাটিক ডিউটিও অব্যাহত আছে।’

পুলিশ সদর দফতরের এআইজ (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর বলেন, ‘আমাদের পুলিশ সদস্যদের মনোবল উজ্জীবিত করে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে চাই।’
 
দশকজুড়ে একটি জেলার বাসিন্দাদের নিয়েই সাজানো হয় ঢাকা মহানগর পুলিশ। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন থানা থেকে চৌকস কর্মকর্তাদের ওসির দায়িত্ব দেয়া হয়েছে ঢাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত