বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন সালমা বানু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:৩০ PM
পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি যোগদান করেছেন সালমা বানু। সালমা বানুকে গত ২১ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।

উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি ২১ অক্টোবর পূর্বাহ্নে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সালমা বানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে সম্মান সহ স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ, সেমিনারে অংশগ্রহণ করেন। 

ইতোপূর্বে তিনি রূপালী ব্যাংক পিএলসিতে মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিরীক্ষা, মানবসম্পদ, প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত