মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লাফার্জ হোলসিম ও জিপিএস ইস্পাতের চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:০৩ PM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার তার দপ্তরে ''লাফার্জ হোলসিম বাংলাদেশ লি.'' ও ''জিপিএস ইস্পাত'' কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত  ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৬৫২ টাকার চেক গ্রহণ করেছেন। 

প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।  তন্মধ্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. এর ২ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ৬৫২ টাকা এবং জিপিএস ইস্পাত এর ১ কোটি টাকা।

উপদেষ্টা লাফার্জ হোলসিম বাংলাদেশ লি.'' ও ''জিপিএস ইস্পাত'’ এর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই তহবিল দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত, দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহৃত হবে। শ্রম আইন ২০০৬ অনুযায়ী সকল শিল্প প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমান অর্থ শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ  লি. ও জিপিএস ইস্পাত এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত