বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
হিযবুত তাহরির ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩:৪১ PM
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরির সদস্য দাবি করে আসছে একটি মহল। এছাড়া মাহফুজ আলম হিযবুত তাহরির সঙ্গে যুক্ত দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্টও ঘুরে বেড়াচ্ছে।

এ দাবি অসত্য বলে জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি কখনই হিযবুত-তাহরির বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একই কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হিযবুত তাহরির নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ জানায়, ফেসবুকে মাহফুজ আলমকে নিয়ে করা পোস্টটি অসত্য।

পোস্টটিতে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরিরের কথিত সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি। 

প্রেস উইং আরও জানায়, আরেকটি পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট গতকাল রবিবার এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত