বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
ফারুকী-বশিরকে উপদেষ্টা বানানোর প্রতিবাদ করায় আটক ৫
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:১৩ PM আপডেট: ১১.১১.২০২৪ ৮:৪৫ PM
তাওহিদি ছাত্র জনতার ব্যানারে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানোর প্রতিবাদে সভা করা হয়েছে। এসময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়। আটকদের পাঁচজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদি ছাত্র-জনতা চট্টগ্রাম’ সংগঠনের আহবায়ক। 

আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবেশমুখে ৮-১০ জন তরুণ ব্যানার হাতে জড়ো হয়েছিলেন। আগে থেকে উপস্থিত থাকা পুলিশ ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় ৫ জনকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, আটকদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটা খতিয়ে দেখছি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত