শেরপুর শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু দুটির নাম রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। তারা দুজনই ওই উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু দুইজন বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।