জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪। জুলাই-আগস্ট শহীদ স্মরণে অনুষ্ঠিত হবে এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।
ফিক্সচার অনুযায়ী ২৫ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ বনাম নৃবিজ্ঞান বিভাগের ম্যাচটি উদ্বোধন করবেন উপাচার্য ড. মোঃ জাহাঙ্গীর আলম।২৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়।
ফুটবল প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশের জন্য শুধুমাত্র একাডেমীক শিক্ষা দিয়ে পরিপূর্ণ শিক্ষা প্রদান করা সম্ভব নয় ,এর পাশাপাশি শারীরিক, মানসিক এবং সাংস্কৃতিক সব ধরনের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ থাকলেই সার্বিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
দীর্ঘদিন পর ফুটবল প্রতিযোগিতার আয়োজন নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জিয়া উদ্দিন মণ্ডল বলেন, কোভিড-১৯ সহ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ঠিক না থাকা এবং আরও বিভিন্ন কারনে আমাদের ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা সম্ভব হয় নি। শিক্ষার্থীরা খেলতে পারেনা এটা আমাদেরও খারাপ লাগে। এরই প্রেক্ষিতে বিভাগের সমন্বিত সিদ্ধান্তে আমরা খেলার আয়োজন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো।