নানা ইস্যুতে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংকের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে- বাংলাদেশের ট্যাংকের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।
‘Ironclad’ নামে একটি এক্স অ্যাকাউন্টে গত ৩০ নভেম্বর ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংকে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’।
এছাড়াও ‘PSYWAR Bureau’ নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয়- পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ভারতীয় সীমান্তে ট্যাংক অগ্রসর হওয়ার ছবি নয় বরং সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবিকে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৮ সালের “শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় বাংলাদেশ ৫৭তম” শীর্ষক শিরোনামে শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদনে সংযুক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি সামরিক বাহিনীর কুচকাওয়াজের দৃশ্যের পুরোনো ছবি। এছাড়া, ভারতীয় সীমান্তে বাংলাদেশী ট্যাংকের অগ্রসর হওয়া সংক্রান্ত দাবিতে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবি ভারতীয় সীমান্তে বাংলাদেশী ট্যাংকের অগ্রসর হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। ফলে এই ছবির ‘ট্যাংকগুলো ভারতের দিকে যাচ্ছে’ এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।