ফুটপাতে ময়লার ভাগাড় থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে খেতে দেখা যায় একজন বৃদ্ধকে, যা সামাজিক যোগোযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের।
রিউমর স্ক্যানার ছবিটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরনো ছবি।
অনুসন্ধানে দেখা যায়, ছবিটি জিএমবি আকাশের (GMB Akash) ফেসবুক পেজে রোববার (৮ ডিসেম্বর) পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করে।
পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। পোস্টের ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছিল।
কেউ দাবি করছেন, ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এ ক্ষেত্রে রিউমর স্ক্যানার টিম জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, মূলত তিনিই ছবিটি তুলেছেন। অর্থাৎ আলোচিত এই ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি করা নয়।