রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:৪৬ PM
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ৬ দিনব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টায় চা বোর্ডের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন এসইউপি এনডিসি পিএসসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুর প্রমুখ।

বিটিআরআই-এর কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার জিএম শিবলী প্রমুখ।

অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থীসহ দেশের চা বাগানসমুহের উর্ধতন কর্মকর্তা, জিএম, ডিজিএম, চা বাগান ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, সিনিয়র টি প্লান্টার্সসহ প্রায় শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত