রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বিএনপি নেতার পায়ুপথে ২ হাজার ইয়াবা
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:১০ PM আপডেট: ১২.০৭.২০২৫ ৯:৩৩ PM
টেকনাফে পায়ুপথে ইয়াবা ঢুকিয়ে পাচার করতে গিয়ে নুর আহমদ (৩০) নামে এক বিএনপি নেতা আটক করেছে বিজিবি। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ শামলাপুর ইমামের ডেইল চেক পোস্টে ইয়াবাসহ তাকে আটক হয়। 

এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নূর আহমেদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আটকের বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন। 

তিনি জানান, নীল দরিয়া নামে একটি বাসে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। ওই সময় তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা। পরে এক পর্যায়ে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে বিষয়টি স্বীকার করে। এসময় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তার পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে সে কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিল। পেছনে ছিল আরও প্রভাবশালী রাজনৈতিক ছায়া, যা তাকে রক্ষা করে আসছিল প্রশাসনের নজরদারি থেকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত