শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় ১৬ সেনা সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৮ PM আপডেট: ২২.১২.২০২৪ ১২:১৬ AM
খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ শনিবার (২১ ডিসেম্বর) দেশটির গোয়েন্দা সূত্র এ বিষয়ে জানিয়েছে। 

সংবাদমাধ্যম জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এই হামলা শুরু হয়। একটি চেকপোস্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, ৩০ জনেরও বেশি সন্ত্রাসী সেনাবাহিনীর ওই পোস্টে হামলা চালিয়েছে। যা দুই ঘণ্টা অব্যাহত ছিল। সন্ত্রাসীরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের সরঞ্জাম, কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পিছু হটে।

এখন পর্যন্ত আগুনে দগ্ধ হওয়া ১২টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। আরও চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত চিকিৎসার জন্য আহতদের আধাসামরিক বাহিনীর ফ্রন্টিয়ার কর্পস ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার জবাবে পাকিস্তানি সেনারা রকেট লঞ্চার ও অন্যান্য সহজলভ্য অস্ত্র ব্যবহার করে কার্যকরভাবে পাল্টা হামলা চালিয়েছে।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তারা এ হামলা প্রসঙ্গে বলেছে,‘ আমাদের জেষ্ঠ্য কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত