দেশের আলোচিত ও বিভিন্ন কারণে ব্যাপক সমালোচিত শিল্পগোষ্টী এস আলম গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ কারখানা আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড নামক প্রতিষ্ঠান দুটি চট্টগ্রামের দক্ষিণে কর্ণফুলীর নদী তীরবর্তী চরলক্ষ্যা ইউনিয়নের ইছানগর এলাকায় অবস্থিত
বুধবার (২৪ ডিসেম্বর) এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে গ্রুপটির এ দুটি কারখানা বন্ধের বিষয়টি জানা যায়।
উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে। নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানা বন্ধের নোটিশ পেয়েছি এই বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এস আলম কারখানার ভেতর শ্রমিকদের অবস্থান কর্মসূচি
এদিকে বেলা বাড়ার সাথে সাথে এস আলম গ্রুপের একাধিক কারখানা বন্ধের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত যে সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত এস আলম গ্রুপের কারখানা দুটি আকষ্মিক ভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় কারখানা গুলোর শ্রমিকরা একযোগে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষোভরত শ্রমিকদের তোপের মুখে অফিস কক্ষ ছাড়তে বাধ্য হয় অফিস শীর্ষ কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে এস আলম গ্রুপের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ বুলেটিনকে বলেন, "মূলত শ্রমিক কর্মচারিরা বেতন বাড়ানোর (ইনক্রিমেন্ট) দাবীতে কারখানা গুলোতে আন্দোলন শুরু করেছিল৷ এর ফলে বিদেশে থাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ কারখানা গুলো বন্ধের স্বিদ্ধান্তের কথা জানান৷ সেই নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে দুটি কারখানা বন্ধের নোটিশ ইস্যু করা হয়েছে৷ মৌখিক ভাবে এস আলম কোল্ড রোল স্টিলস লিঃ নামক কারখানা সহ আরো কারখানা বন্ধের কথা জানিয়ে দেয়া হয়েছে।" সূত্রটি আরো জানান, কারখানা বন্ধ করা হলেও শ্রমিক কর্মচারিদের প্রাপ্য বেতন পরিশোধ করা হবে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল থেকে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে কারখানা ও বিদ্যুৎ প্লান্টে কর্মরত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে ।
আবছার নামের এক শ্রমিকরা বাংলাদেশ বুলেটিনকে জানান, আমাদের আগে থেকে কোন প্রকার নোটিস বা ঘোষণা ছাড়া হঠাৎ আজ (২৪ ডিসেম্বর) দুপুর বেলায় অফিস কর্তৃপক্ষ এসে আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন৷ আমরা কারখানা কর্তৃপক্ষের এমনসিদ্ধান্ত কেউই মানতে পারতেছিনা। আমরা বেশীর ভাগই স্থানীয় হওয়ায় দীর্ঘদিন এই কোম্পানিতে তুলনামূলক কম বেতনেও চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে কারখানা বন্ধ করে দিলে আমরা বেকার হয়ে পরবো। আমাদের কোন জমা অর্থ সম্পদ নেই যা দিয়ে চাকুরি ছাড়া পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবো। আমাদের ওপর আকাশ ভেঙ্গে পড়েছে৷ এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াব?
মোঃ মিজান নামের এক শ্রমিক, এখন আমাদের একটাই দাবি আমরা অবিলম্বে কারখানা খোলা রাখার জোর দাবি জানাচ্ছি। আমরা এই স্বিদ্ধান্ত মানিনা৷ আমরা কারখানা ছেড়ে যাবো না৷ যদি কারখানা ও প্লান্ট খোলা না হয় আমরা শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাবো৷