রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
অবৈধ ইটভাটা, পলিথিন, উন্মুক্ত নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:৩৯ PM
বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান পরিচালনা করে।

আজ ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৩ লক্ষ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত