মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মালয়েশিয়ান ছাত্রীকে বাকৃবি শিক্ষকের যৌন নিপীড়ন, অতঃপর...
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মালেশিয়ান শিক্ষর্থীকে যৌন হয়রানির অভিযোগে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য উঠে আসে।

আদেশনামায় জানানো হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিগত বছরের ১৪ অক্টোবর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে গৃহীত সিদ্ধান্তানুসারে তার অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ১ এর (v) নং সিদ্ধান্ত মোতাবেক তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে অপসারণ (Removal from service) করা হলো।

ভুক্তভোগী মালয়েশিয়ান ওই ছাত্রী জানান, ক্যাম্পাসে অধ্যাপক হারুন–আর–রশিদের বাসার উল্টো দিকের ফ্ল্যাটে তিনি থাকতেন। ওই শিক্ষক তার বাসায় জোর করে প্রবেশ করে যৌন নির্যাতন করেন। বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়ার কথা বললে তিনি ভয়ভীতি দেখান এবং তাকে জোর করে আটকে রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত