সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাত ২টা ৪০ মিনিটে দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এডমিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’
এর আগে আজ রাত ১১টার পর থেকেই ফেসবুকে একের পর পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু তাতে প্রাথমিকভাবে সম্মতি ছিল না শিক্ষামন্ত্রণালয়ের একটি অংশের।
কিন্তু শিক্ষার্থীদের দাবি তীব্র হতে থাকলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর আগে অবশ্য রাত ৮টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা চলমান রাখার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিতের সিদ্ধান্ত এলো।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই প্রেক্ষিতেই গভীর রাতে সিদ্ধান্ত জানা গেলো।