রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
ফেসবুক প্রেমিকের সাথে দেখা করতে এসে যৌন নিপীড়নের শিকার কলেজছাত্রী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৩২ PM

প্রেমের টানে খুলনায় এসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ভোলার এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে তেরখাদা উপজেলা সদরে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ যৌন নিপীড়ক প্রেমিক শাওন মণ্ডলকে (২৪) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতার শাওন তেরখাদা উপজেলার কাকদি গ্রামের গৌরাঙ্গ মণ্ডলের ছেলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ২-৩ বছর আগে শাওনের সঙ্গে ফেসবুকে ভোলার এক কলেজ ছাত্রীর (২১) সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ঐ সম্পর্কের জের ধরে শাওনের সঙ্গে দেখা করতে বুধবার মেয়েটি ভোলা থেকে বাসে খুলনায় আসে। এরপর শাওন মোবাইল ফোনে তাকে তেরখাদা উপজেলা সদরে যেতে বলে। মেয়েটি দুপুরে তেরখাদা বাজারে পৌঁছালে শাওন তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে যৌন নিপীড়ন করে।

তিনি আরও বলেন, গ্রেফতার শাওনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কলেজ ছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

এর আগে, তরুণীর স্বজনরা ভোলা থেকে তেরখাদায় পৌঁছে রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে শাওনকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধার করা হয়। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত