বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের তালা
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৫২ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড.শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে টানা আন্দোলনে সরব রয়েছেন শিক্ষার্থীরা। 

বুধবার (৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। এরপর মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন তারা।

আন্দোলনকারীদের একমাত্র দাবি, উপাচার্যের পদত্যাগ। তারা সাফ জানিয়ে দিয়েছেন, পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নিরবচ্ছিন্নভাবে। নেতৃত্বদানকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “বেশিরভাগ বিভাগে পরীক্ষার সময়সূচি চলমান থাকায় সাধারণ শিক্ষার্থীরা সরাসরি আন্দোলনে অংশ নিতে পারছেন না।

তবে তারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা চাই না কেউ একাডেমিক ক্ষতির মুখে পড়ুক, তাই আন্দোলন এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে ক্লাস বা পরীক্ষা ব্যাহত না হয়।” শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার পর নিয়মিতভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন অনেকেই। তারা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগই ক্লাসে ফেরার একমাত্র শর্ত।

এর আগে মঙ্গলবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। ফলে বুধবার কর্মকর্তারা ক্যাম্পাসে এসে গ্রাউন্ড ফ্লোরে ঘোরাঘুরি করলেও দপ্তরে ঢোকার সুযোগ না পেয়ে ফিরে যান।

প্রসঙ্গত, চার দফা দাবিতে শুরু হওয়া আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় পরিণত হয়েছে এক দফার দাবিতে, উপাচার্যের পদত্যাগ। টানা ১৮ দিন ধরে শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ চালিয়ে গেলেও উপাচার্যের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীরা বারবার আশ্বস্ত করেছেন, একাডেমিক কার্যক্রমে তারা কোনো ধরনের বাধা দিচ্ছেন না, তাদের লক্ষ্য প্রশাসনিক জবাবদিহি ও নেতৃত্ব পরিবর্তন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত