আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দেশের বৃহত্তর স্বার্থে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
উদযাপন কার্যক্রম শুরু হয় সকাল ৮:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ র্যালির মাধ্যমে। ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগিতায় আয়োজিত হয় এবং হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে বহির্বিভাগের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ। র্যালিশেষে সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
বক্তারা থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা, চিকিৎসা এবং সর্বোপরি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ এবং বাহক নির্ণয় ও বাহক-বাহক বিবাহ পরিহারই এর নির্মূলের কার্যকর উপায়।
পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট উইং) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ডা. মোঃ রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের প্রতিনিধি যুগ্ম সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) ডা. মোঃ শিব্বির আহমেদ ওসমানী, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও দেশের খ্যাতনামা হেমাটোলজিস্টগণ।
বক্তাগণ থ্যালাসেমিয়ার ভয়াবহতা, দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর এর প্রভাব এবং রোগ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা চিকিৎসা উপকরণের সহজলভ্যতা ও বাহক নির্ণয়ের জন্য দেশব্যাপী স্ক্রিনিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ভবিষ্যতেও থ্যালাসেমিয়া নির্মূলে স্বাস্থ্যখাতের বিভিন্ন অংশীদারদের সঙ্গে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।