শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
শাহবাগ ছাড়া বাকি সব ব্লকেড খুলে দিন: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৩:২১ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনও। 

গতকাল শুক্রবার বিকাল থেকে এই কর্মসূচি শুরু হলে দেশের আরও বিভিন্ন স্থানে এমন ‘ব্লকেড’ কর্মসূচির খবর পাওয়া গেছে। তবে শাহবাগ ছাড়া অন্য কোথাও এমন ব্লকেড কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার (১০ মে) ভোরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এমন আহ্বান জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না।’

তবে দেশের জেলা শহরগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করার আহ্বান জানিয়েছেন তিনি। 

পোস্টে লিখেছেন, ‘জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত