মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
সাংবাদিকদের বিএনপি না করার আহ্বান : আমিনুল হক
শাহাদাত হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৪ AM আপডেট: ১১.১১.২০২৫ ১১:৩৫ AM
কোন সাংবাদিকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) না করার আহ্বান জানিয়েছেন  ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার বিকালে মিরপুর চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন ৮নং কমিনিউটি সেন্টারে প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত মিরপুর প্রেসক্লাব এর কাউন্সিল ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, একজন সাংবাদিক হচ্ছে সমাজের বিবেগ, সাংবাদিকতা পেশা জাতির চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের জনগনের ও দেশের স্বার্থে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই হল প্রধান কাজ। আর তাই সাংবাদিকদের বিএনপি আওয়ামী লীগ বা কোন দল করা ঠিক না। 

মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৫ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা -১৪ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি। 

প্রধান অতিথির বক্তব্য আমিনুল হক আরোও বলেন, সাংবাদিকদের জন্য পেশাগত নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থেকে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত। আওয়ামী শাসনামলে সাংবাদিক সমাজকে দলীয়করণ করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের মূল পরিচয় হওয়া উচিত নিরপেক্ষতা। আমি মিরপুর প্রেসক্লাবসহ দেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা বিএনপি 
হবেন না আপনাদের ঐক্য ও নিরপেক্ষতা আমাদের দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন, দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম,দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমির, জাগোকণ্ঠ ডট কমের সম্পাদক এম এ মুবিন, সিনিয়র সাংবাদিক আজিজুল হাকিম,
দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক জাকির মোল্লা,সাংবাদিক এনামুল হক ইমন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত