গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গী বাজার তিনতলা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় তাসিফিন (১৯), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতর আহত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের বাম হাতে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ঘটনার জের ধরে রাত সাড়ে নয়টার দিকে ডিসকো রাহাতের ও সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী পক্ষের লোকজনের উপর হামলা চালায় এতে সুমন (২০), শাওন (২২) ও সিয়াম (১৫) নামে আরোও তিনজন আহত হয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।