সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নুসরাত ফারিয়ার নামে মামলা ছিলো তাই গ্রেফতার হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:০৭ PM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার সুনির্দিষ্ট বিবরণ তিনি জানেন না বলে জানিয়েছেন।

আজ সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কি করছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারবো।

তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে মামলা থাকলে আমরা কী করব? আসামি না ধরলে আবার আপনারা বলবেন, আসামি ছেড়ে দিয়েছে। ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর বিদেশ যাত্রা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো কেস নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন- গরুর হাট ও ঈদের সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মহাসড়কের পাশে কোনো হাট বসতে পারবে না। গরুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। গরু রাস্তা দিয়ে নামানো যাবে না; গাড়ি হাটের ভেতরে নিয়ে গরু নামাতে হবে। যেকোনো পরিবহন মাধ্যমে গরু পরিবহন করার সময় ব্যানারে হাটের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকে এবং পরের তিন দিন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কোনো সময়েই রাতে বাল্কহেড চলবে না। গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত