চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল মারা গেছেন।
আজ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাতুলের মানতেই পারছেন না ভক্তরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা রাতুলকে ট্যাগ করে একাধিক পোস্ট দিয়েছেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বেসিস্ট আহমেদ রাসেল পোস্টে উল্লেখ করেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এ.কে রাতুল ভাই ২০১৩ সালে আমার প্রথম গান ‘সত্য নয়’-এর সাউন্ড ডিজাইন করেছিলেন। তিনি ছিলেন সবচেয়ে মেধাবী, মাটির মানুষ এবং বিনয়ী একজন ব্যক্তি যাকে আমি কখনও দেখেছি। বিশ্রামে থাকুন ভাই। আশা করি আল্লাহ আপনাকে আরও ভালো একটি জায়গায় রাখবেন।’
ওমর হোসেন নামে এক নেটিজেন লিখেছেন, ‘কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এ.কে রাতুল ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন। যখন কনসার্ট নিয়ে মেতে থাকতাম তখন প্রায়ই ভাইয়ার সাথে কথা হতো।’
‘এত ট্যালেন্টেড এবং নম্র মানুষ এত তাড়াতাড়ি চলে গেছেন এটা মানতেই কষ্ট হচ্ছে। তিনি ওইনডে ব্যান্ডের ভোকালিস্ট, বেসিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে, তিনি প্রয়াত নায়ক জসিমের মেজো ছেলে।’
রাইসুল ইসলাম রিমন তুলে ধরেছেন, ‘জুলাই শুধু নিয়ে যায়, জীবনের ভালো জিনিসগুলো নিয়ে যায়। এমন একজন অসাধারণ মানুষ, তোমাকে মিস করব, এ.কে রাতুল। শান্তিতে বিশ্রাম করো ভাই।’
তাহমিদুল ইসলাম এক পোস্টে জীবন সত্যিই কত অনিশ্চিত উল্লেখ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা হজম করতে পারছি না, এ.কে রাতুল ভাই আর নেই। এখনও শক হয়ে আছি। এত তাড়াতাড়ি কেন ভাই, বিশ্বাসই হচ্ছে না! গত সপ্তাহে ওনি হাসানের সলো কনসার্টে ওনাকে দেখেছিলাম। জীবন সত্যিই কত অনিশ্চিত।’
প্রসঙ্গত, নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।