খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক এবং সাধারণ সাংবাদিক সমাজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
স্মরণসভার শুরুতে কোরআন তিলাওয়াত ও রিমনের স্মৃতিচারণ করেন ডিআরইউ প্রচার সম্পাদক আবুল কালাম।
স্মৃতিচারণ করেন মেহেদী হাসান রিয়াদ, মুন্না খান, জিয়াউর রহমান, ইমরান হোসেন, হাফিজুর রহমান শফিক, এইচ এম আল আমিন, সৈয়দা রিমি কবিতা, নিয়ামুল হাসান নিয়াজ, চামেলি রহমান, মুস্তাকিম নিবিড়, আজিজুল ইসলাম যুবরাজ, ফয়সাল আহমেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জিয়াউল হক তুহিন, আকাশ মনি, জাহাঙ্গীর আলম পলক, জুয়েল খন্দকার, শফিকুর রহমান, রাজু, বাবু, আলমসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা।
স্মৃতিচারণে বক্তারা বলেন, “দেশের প্রথমসারির বিভিন্ন দৈনিকে চার সহস্রাধিক লিড ও ব্যাকলিড রিপোর্ট প্রকাশের রেকর্ড একমাত্র সাঈদুর রহমান রিমনেরই রয়েছে। তিনি এমন একজন সাংবাদিক যিনি অর্থনীতি, রাজনীতি, শেয়ারবাজার, অপরাধ, বিনোদন, নাগরিক সেবা, যোগাযোগ, সংসদ, কূটনীতি, দুদক, নির্বাচন কমিশন, আইসিটি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি, শিক্ষা—সকল বিটেই অভূতপূর্ব দক্ষতায় রিপোর্ট করেছেন।”
তারা আরও বলেন, “আইন বিষয়ক প্রগাঢ় জ্ঞানের অভাবে অনেকেই আদালত কেন্দ্রিক রিপোর্টে জড়ান না, অথচ রিমন নিম্ন আদালত থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিশেষ ট্রাইব্যুনাল পর্যন্ত নিখুঁত ও সাহসী রিপোর্ট করেছেন। গণমাধ্যম অঙ্গনে তিনি ছিলেন একাধারে গবেষক, রিপোর্টার এবং শিক্ষকসম। অথচ বিনয়ী রিমনের মুখে সবসময়ই ভেসে বেড়াত, ‘ভালো রিপোর্টার এখনও হতে পারিনি’। যেন তার লেখার সাধ ফুরোয়নি কখনো। বলা যায়, সাঈদুর রহমান রিমনের জন্মই হয়েছে রিপোর্টিংয়ের জন্য।”
জীবন ও কর্ম
সাঈদুর রহমান রিমন ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা পীরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউনুস উদ্দিন আহমেদ ষাটের দশকে দৈনিক পাকিস্তান (পরবর্তীতে দৈনিক বাংলা)-এর সাথে যুক্ত বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। মা সাহারা আহমেদ ছিলেন গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।
রিমন ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি এবং ১৯৯০ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স সম্পন্ন করেন।
সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৮৫ সালে, সাপ্তাহিক মুক্তিবাণী পত্রিকার মাধ্যমে। এরপর ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাক-এর সাভার সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়েই ‘চোখ বাঁধা পার্টি’র অপকর্ম, অঙ্গ-প্রত্যঙ্গ পাচার, শিশু খাদ্যে তেজস্ক্রিয়তা—এমন সব চাঞ্চল্যকর প্রতিবেদন লিখে তিনি সাংবাদিকতার জগতে আলোড়ন তোলেন।
পরবর্তী সময়ে তিনি দৈনিক আল-আমীন, বাংলাবাজার, মুক্তকণ্ঠ, মানবজমিন, সংবাদ, বাংলানিউজ২৪.কম, বাংলাদেশ প্রতিদিন, দেশবাংলা, ঢাকা প্রতিদিন, নতুন সময়, অন্যদিগন্ত, খবর বাংলাদেশ, নতুন বার্তা, সাপ্তাহিক দেশপত্র, সাপ্তাহিক সাফকথা এবং সর্বশেষ দৈনিক বাংলাভূমি–তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনে তিনি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়।
সাঈদুর রহমান রিমন গত ৩০ জুলাই (বুধবার) হৃদরোগে আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।