শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৪৮ PM
"প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী, এসআই শৈলেন দেব, ছাত্রনেতা মোহাম্মদ শরিফ ও ফজলে রাব্বি।

এছাড়া আত্মস্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক গল্প শোনান রেহেনা পারভিনসহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে শপথ পাঠ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৫ জন যুবককে ৬০হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত