"সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বৃক্ষরোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপন উদ্বোধন করা হয়। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরী ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮২ টি প্রতিষ্ঠানে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছ রোপন করা হয়।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।