শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ঢাকা বিভাগীয় কমিশনারের ঘাটাইল উপজেলা পরিদর্শন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:২৪ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন, কৃষকদের স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ করেন। শেষে স্মৃতিস্মারক হিসেবে ’কৃঞ্চচূড়া” বৃক্ষরোপন করেন। 

এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিষদ অডিটোরিয়াম এর আধুনিকায়ন, চত্ত্বরে অবস্থিত ’অভিলাষ” ফোয়ারা, সেলফি কর্ণার “ আই লাভ ঘাটাইল” এর শুভ উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী প্রমুখ। 

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হান্নান সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকমন্ডলী ও মাদ্রাসার অধ্যক্ষ/সুপারবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ , প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের সদস্যবৃন্দ, ক্ষুদ্র প্রান্ত্রিক কৃষকবৃদ, স্কুল মাদ্রাসা ও কলেজে অধ্যয়নরত শিক্ষীর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, ঘাটাইল পৌরসভা কার্যালয়, সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কাজের গুনগত মান পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। সর্বশেষ তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর কাযালয় পরিদর্শন করেন ও সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। আধুনিক ঘাটাইল বিনির্মাণে জনমুখী প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্বরোপ করেন। 

পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন স্থানীয় সরকারের সহ, উপ-পরিচালক ঢাকা বিভাগ মোছা: সেলিনা বানু, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জনাব আল মামুন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ সার্বিক বিষয় সমন্বয় করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত