শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
রায়পুরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে অফিসার্স ক্লাবের জয়
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:২০ PM
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রায়পুরা সরকারি কলেজ মাঠে মুখোমুখি হয় রায়পুরা অফিসার্স ক্লাব বনাম রায়পুরা প্রেসক্লাব। অফিসার্স ক্লাবের অধিনায়ক ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা এবং রায়পুরা প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন ক্রীড়া সম্পাদক মো শফিকুল ইসলাম। 

প্রথমার্ধের ১৬ মিনিটে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়—১২ মিনিটে অফিসার্স ক্লাব সমতায় ফেরে এবং ১৪ মিনিটে এক নম্বর জার্সিধারী রুবেল মিয়ার জয়সূচক গোল পুরো মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

ম্যান অব দ্যা ম্যাচ হন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল। ২০ মিনিট করে দুই অর্ধের এই খেলায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা, আর মাদকবিরোধী বার্তা ছড়িয়ে পড়ে মাঠ থেকে গ্যালারি পর্যন্ত।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, মোস্তফা খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত