"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণ সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিকসহ যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।