শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
ব্যবসায়ীকে মাটিতে পুঁতে চাঁদা আদায় মামলার আসামি খুলনায় গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৪০ PM
যশোর জেলার অভয়নগরে শাহনেওয়াজ কবীর টিপু (৪২) নামে এক ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে নগরীর হোটেল রোজ গার্ডেন-২ নামের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সেনা সদস্যদের উপস্থিতিতে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ৩ আগস্ট চাঁদাবাজি মামলার পর তার পদ স্থগিত করা হয়।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, জনিকে আমরা বুঝে পেয়েছি। তাকে থানায় রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তবে কেএমপির গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম বিষয়টি স্বীকার করেননি।

উল্লেখ্য, ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর ওরফে টিপু (৪৮) নওয়াপাড়া এলাকার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। গত ৩১ জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগে শাহনেওয়াজ কবীরের স্ত্রী আসমা খাতুন জানান, গত বছরের ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সৈকত হোসেন ওরফে হিরা নামে এক ব্যক্তি তাঁর স্বামীকে কৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে আসাদুজ্জামান তাঁকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন। এরপর আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামানের প্রতিষ্ঠানের হিসাবে দুই কোটি টাকা পাঠান। টাকা পেয়ে তাঁরা শাহনেওয়াজ কবীরকে ছেড়ে দেন।

এ ঘটনায় মামলা হলে জনি আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্যে খবর পাওয়া যায়, খুলনার শেখপাড়াস্থ ওই হোটেলে তিনি অবস্থান করছেন। যার আলোকে গতরাতে তাকে গ্রেফতার করে অভয়নগর থানায় পাঠানো হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত