শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
হজ্ব ফাইন্যান্সের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটিতে নতুন সদস্য ড. মো. শামছুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:০৯ PM
হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির নতুন সদস্য নির্বাচিত হলেন ড. মো. শামছুল আলম।

শামছুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি ডেপুটেশনে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০২০-২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে জনাব আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বিএ অনার্স ও এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কয়েকটি ব্যাংক এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও দেশি-বিদেশি জার্নালে ইসলামী ব্যাংকিং, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধ সমূহের মধ্যে রয়েছে কাব্য চর্চায় ইসলামি দৃষ্টিকোন, বিপন্ন পরিবেশ, বনায়ন ও ইসলাম, পানি দূষণ ও ইসলাম, বায়ু দূষণ ও ইসলাম, ইসলামের দৃষ্টিতে মার্তৃভাষা চর্চার গুরুত্ব, মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা ইত্যাদি।

ড. মো. শামছুল দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার/ওয়ার্কশপ/ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত