রাণিহাটি ইউনিয়নে একটি পারিবারিক কবর স্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে বিকট শব্দ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কবরের কোণার দিকে বিশাল গর্তের সৃষ্টি হয় এবং কবরের সীমানা প্রাচীরেও ফাটল দেখা যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসঙ্গে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পারিবারিক কবরস্থানের পাশে পুঁতে রাখা অবস্থায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।