সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
দুর্ঘটনা ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:১৯ PM আপডেট: ০২.১১.২০২৫ ২:৩১ PM

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনের উদ্দেশ্যে আজ সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড়ে ইজিবাইক চালকদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। তিনি উপস্থিত চালকদের উদ্দেশ্যে বলেন, “মোড়গুলোতে যত্রতত্র পার্কিং করবেন না এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ইজিবাইক চালকরা একদিকে যেমন নিজের পরিবারকে প্রতিনিধিত্ব করেন, তেমনি যাত্রীদের পরিবারকেও প্রতিনিধিত্ব করেন। তাই তাদের অসাবধানতা বা ভুলের কারণে দুর্ঘটনার শিকার হলে, তা শুধু তাদের নয়, বহু পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে।”

ডেপুটি পুলিশ কমিশনার আরও বলেন, “যদি আমরা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলি, তবে খুলনা মহানগরীকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

র‍্যালিতে কেএমপি’র পুলিশ পরিদর্শকগণ, ট্রাফিক সার্জেন্ট, ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত