গাজীপুরের টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুই জন গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি পেট্রোল বোমা ও এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়।
রোববার মধ্য রাতে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুন্নুগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার তুরাগ থানার ধউর মেইন রোড এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৫) ও ফেনী জেলার সোনাগাজী থানার সোনাপুর গ্রামের মোঃ দুলালের ছেলে আব্দুর রহিম উরফে শরীফ (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষনাকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে টঙ্গী অঞ্চলে ঘুরাঘুরি করছিল গ্রেফতারকৃতরা। অজ্ঞাত আসামিদের সহযোগিতায় টঙ্গীতে পরিবহনে অগ্নি সংযোগ করে আতঙ্কের সৃষ্টি করার পায়তারা করছিল তারা।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।