মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় বিশ্বে ১৯০২ জনের মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৯:০৮ AM আপডেট: ২৮.০৭.২০২২ ১১:৪৯ AM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৮০ হাজার ২২৬ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৮৬৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৭৭ লাখ ৭২ হাজার ১৬৪ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩০৮ জন, ইতালিতে ২০৭ জন, ফ্রান্সে ১০৩ জন, মেক্সিকোয় ১৫২ জন, রাশিয়ায় ৩৬ জন, অস্ট্রেলিয়ায় ৮২ জন এবং ইসরায়েলে ৪৩ জন মারা গেছেন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮০ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।

-বাবু/নুর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত