রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
প্রথম বলেই নাসুমের উইকেট
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৫:০৪ PM আপডেট: ০২.০৮.২০২২ ৬:৪৪ PM
শুরুতে ব্যাটিং করতে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন রেগিস চাকাভা এবং ক্রেইগ আরভিন। দুই জিম্বাবুইয়ান ওপেনারের জুটি জমে ওঠার আগেই অবশ্য আঘাত হানলেন নাসুম আহমেদ।
 
ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই চাকাভাকে বিদায় করলেন দলে ফেরা এক বাঁহাতি স্পিনার। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ১৭ রান করেছেন চাকাভা। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারাল স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫ রান।

আগের দুই ম্যাচের মতো আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ট-টোয়েন্টিতেও টস হেরেছে বাঙ্গালদেশ। অধিনায়ক নুরুল হাসান সোহান দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই ম্যাচ টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।  

একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ আছেন একাদশে, এছাড়া ফিরেছেন নাসুম আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। দেশের ৭৬তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তার। এই ব্যাটার সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ারের জায়গায়। সোহান ইনজুরিতে নেই, এছাড়া বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।

প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার। দ্বিতীয়টিতে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তাতে তিন নম্বর ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী।  

 -বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত