নাসুম আহমেদ শুরুটা করে দিয়েছিলেন। এরপর মেহেদি হাসানের তোপে পাওয়ারপ্লেতেই তিন উইকেট খুইয়ে বসেছিল জিম্বাবুয়ে। এরপর মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদরা স্পিন বিষে ঘায়েল করলেন আরও দুই জিম্বাবুইয়ানকে। এর ফলে ১০ ওভার না পেরোতেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে ফেলে বাংলাদেশ রীতিমতো উড়ছে।