ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত এক যাত্রীকে হেনস্তা করার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে স্বর্ণ পাচারকারী সন্দেহে মালয়েশিয়াফেরত এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সোহেল রানা। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই কর্মকর্তা। যদিও ওই যাত্রীর কাছে কোনো অবৈধ পণ্য বা স্বর্ণ পাওয়া যায়নি।
এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলে সোহেল রানাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
-বাবু/ফাতেমা