শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
বিদেশফেরত যাত্রীকে হেনস্তা, কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫:৪৫ PM আপডেট: ০৮.০৮.২০২২ ৭:১৯ PM
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত এক যাত্রীকে হেনস্তা করার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর।

কাস্টম হাউস সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে স্বর্ণ পাচারকারী সন্দেহে মালয়েশিয়াফেরত এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সোহেল রানা। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই কর্মকর্তা। যদিও ওই যাত্রীর কাছে কোনো অবৈধ পণ্য বা স্বর্ণ পাওয়া যায়নি।

এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলে সোহেল রানাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত