মারিয়া মিম মিডিয়ার কাজ নিয়ে ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলাম
> দেশে কবে ফিরলেন?
২ সপ্তাহ আগে।
> সম্প্রতি বিদেশ ঘুরে এলেন, বিদেশে কেমন সময় কেটেছে?
খুবই ভালো সময় কাটিয়েছি।
> সর্বশেষ যে কাজগুলো করলেন...
কিছু টিভিসি এবং কয়েকটা নাটক করে গিয়েছিলাম।
> আপনি নিয়মিত খোলামেলা ছবি তুলছেন, এটা নিয়ে অনেক কথা হয়, বিষয়টা কিভাবে দেখেন?
খোলামেলা পোশাক পরা এটা যার যার পারসোনাল ম্যাটার। এখানে ছোট কাপড় পরলেই কেউ খারাপ হয়ে যায় না। আর শুধু ছোট পোশাক না আপনি বড় পোশাক পরলেও আপনাকে নিয়ে বাজে কথা বলবে। আসলে প্রবলেমটা পোশাকের না, এখানকার মানুষের মানসিকতায় সমস্যা। আমি ছোট থেকেই ইউরোপে বড় হয়েছি, আমি ডোন্ট কেয়ার টাইপের মেয়ে। আমাকে নিয়ে কে কি বললো, এসব কথায় কান দিই না। আমি আমার মতো থাকতেই পছন্দ করি।
> বর্তমান ব্যস্ততা...
দেশে আসার পর কিছু প্রোজেক্ট নিয়ে কথা চলছে, খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট করব, ইনশাআল্লাহ।
> বিদেশে যাওয়ার আগে একটা মিউজিক ভিডিও করেছিলেন...
হ্যাঁ, ‘অভিমানী’ নামে একটা মিউজিক ভিডিও করে গিয়েছিলাম।
> আপনার জীবনের স্বপ্ন...
আমার লাইফের ড্রিম হচ্ছে আমি কাইলি জেনারের মতো বিজনেস ওম্যান হতে চাই। মিডিয়ার পাশাপাশি বিজনেস করছি। লেট’স সি কি হয়, ইট’স মাই ড্রিম।
> ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
-বাবু/শোভা