বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নেদারল্যান্ডসের পার্টিতে আকস্মিক লরির হানা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৯:৪০ AM
নেদারল্যান্ডসের রটারডামের দক্ষিণে একটি গ্রামে রাস্তার পাশে হওয়া পার্টিতে লরি লক্ষ্যচূত হয়ে ঢুকে পড়লে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। একই সময় দুর্ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন।

শনিবার ( ২৭ আগস্ট) সন্ধ্যায় নিউ-বেইজারল্যান্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৬ বছর বয়সী এক লরি চালককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশের মুখপাত্র মিরজাম বোয়ার্স বলেছেন, “দুর্ঘটনার সময় চালক মদ্যপান করা অবস্থায় ছিলেন না। তবে কী কারণে এই ঘটনা ঘটতে পারে তা আমরা তদন্ত করছি।”

স্থানীয় মেয়র চার্লি অ্যাপট্রুট ঘটনাস্থল পরিদর্শন করার পর বলেছেন, “আমার ভুক্তভোগী ও তাদের পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করিছি।”

সূত্র: দ্য গার্ডিয়ান

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত