বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:১০ PM
গ্রুপ পর্বের পর আবারও মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এবারও সেই দুবাইতে ম্যাচ। আগের ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই এবং ওই ম্যাচে টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তবে, আজ সুপার ফোরের ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং স্বাভাবিকভাবেই টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

দুবাইতে প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। ওই ম্যাচে পাকিস্তান করেছিল ১৪৭ রান। জবাবে বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে ৫ উইকেটের ব্যবধানে জয় পায় ভারত।

তবে, সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই ভারতের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে- চোটের কারণে দল থেকেই ছিটকে গেছেন জাদেজা। আগের ম্যাচে তিনি হয়তো ম্যাচ সেরা হননি, তবে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার অবশ্যই জাদেজাকে মিস করবে ভারত।

জাদেজার পরিবর্তে স্পিন অলরাউন্ডার দিপক হুদাকে দলে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া পেসার আবেশ খানকে বাদ দিয়ে নিয়েছে রবি বিষনোইকে। উইকেটের পেছনে দিনেশ কার্তিককে বাদ দেয়া হলো এই ম্যাচে। ফেরানো হয়েছে রিশাভ পান্তকে। জাদেজা না থাকায় হয়তো, ব্যাটিংয়ে বাঁ-হাতি, ডানহাতি সমন্বয় আনার জন্যই নেয়া হয়েছে পান্তকে।

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে বাবর আজম বলেন, ‘আশা করছি দ্বিতীয়াংশে শিশির পড়বে, যা বোলারদের ভোগাবে এবং রান তাড়া করতে সুবিধা হবে। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাবর (আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করেছিল পাকিস্তান)।’

রোহিত শর্মা জানান, টস জিতলে বোলিংয়ের সিদ্ধান্ত তিনিও নিতেন। তবে এই ম্যাচে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রোহিত।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষনোই, আর্শদিপ সিং এবং ইয়ুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত