যমুনা ফার্টিলাইজারের সাবেক কর্মকর্তা আশরাফ হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ (বুধবার) সকাল ১০ টায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুনগ্ৰাহী রেখে গেছেন।
মরহুম আশরাফ হোসেন জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের খালাত ভাই এবং বিশিষ্ট রাজনীতিবিদ মধুপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামানা ছানা কাজীর মেয়ের জামাই । মরহুমের মৃত্যুর খবর শুনে ধানমন্ডির পপুলার হাসপাতাল তাকে দেখতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার চাপা ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুমের মামাশ্বশুর মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু সহ আরো অনেকেই। মরহুম আশরাফ হোসেনের স্ত্রী কাজী কাফিয়া জামান কল্পনা ধনবাড়ী নবাব ইনস্টিটিউটের শিক্ষিকা। বিশিষ্ট সাংবাদিক, দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রতন মরহুমের মামা শ্বশুর।
মরহুমের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার আটাবাড়ি গ্রামের দ্বিতীয় জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয় । প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ধনবাড়ী ঈদগাহ ময়দানে।
-বাবু/এসআর