মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সড়ক হবে তিন রঙের, গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে: তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৪ PM
আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কে আর হকার বসতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৭ সেপ্টেম্বর) গুলিস্তানে ১০ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।

তাপস বলেন, আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা একটি নতুন পদক্ষেপে যাচ্ছি। যেমনি ১০ তলা মার্কেটে আমরা (তাদের) পুনর্বাসন করবো তার সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহ থেকে আমাদের নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করবো। শুধু অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। একই সঙ্গে হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। লাল চিহ্নিত এলাকায় সড়কে হাঁটার পথে আমরা হকার বসতে দেবো না। আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার সরানোর অভিযান শুরু করব।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আধুনিক ১০ তলা হকার্স মার্কেট নির্মাণকাজ হকারদের প্রতীক্ষা পূরণের আশাবাদ জানিয়ে মেয়র তাপস বলেন, এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। এ এলাকার হকারদের অত্যন্ত প্রয়োজনীয় একটি মার্কেট। নানা কারণে দীর্ঘদিন এটা করা হয়নি। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে এটার কাজ শুরু করতে পেরেছি। আমরা আশা করবো আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হবে। হকারদের জন্য এটি একটি বড় মার্কেট হবে। তারা তাদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবে।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত