ভারতের রাজস্থানের জয়পুরে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও সেখানে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নফল নামাজ ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ, দেশের জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান।
আজমির শরিফ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী ভারত সফর সম্পন্ন করলেন।
ইহসানুল করিম জানান, খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফে প্রধানমন্ত্রী কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ, মোনাজাত ও আজমির শরিফ প্রদক্ষিণ করেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন।
সূত্র: বাসস।
-বাবু/এসআর