শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
দেশের কল্যাণ কামনায় আজমির শরিফে দোয়া করলেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৩ PM
ভারতের রাজস্থানের জয়পুরে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও সেখানে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নফল নামাজ ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ, দেশের জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান।

আজমির শরিফ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী ভারত সফর সম্পন্ন করলেন। 
ইহসানুল করিম জানান, খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফে প্রধানমন্ত্রী কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ, মোনাজাত ও আজমির শরিফ প্রদক্ষিণ করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন। 

সূত্র: বাসস।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত