অনিবন্ধিত, লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত করায় রাজধানীর গুলশানের চেরি বিন কফিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে'র নেতৃত্বে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনিবন্ধিত এবং ফ্রিজে লেবেলবিহীন খাদ্য পণ্য ও মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত করা রয়েছে। এসব অপরাধে ‘চেরি বিন কফি’ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
-বাবু/এসআর