মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিরিয়ায় ভবন ধস: নারী-শিশুসহ নিহত অন্তত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ PM
সিরিয়ায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন নারী, ৩ জন শিশু ও এক জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

এছাড়া ভবনটির আরও ২ জন বাসিন্দা আহত হয়েছেন এবং ৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর ফেরদৌস এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং ধসে পড়ার মূল কারণ ভিতজনিত (ফাউন্ডেশন) ত্রুটি। তিন তলার ভিতের ওপর পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল।

আলেপ্পো সিটি কাউন্সিলের প্রধঅন মুইদ মাদলাজিও এই তথ্যটিকে সঠিক উল্লেখ করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা নিশ্চিত হতে ঘটনাস্থলে মধ্যে এখনও অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন সরকারি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো একসময় দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্রছিল। কিন্তু গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আইএসের তৎপরতার কারণে গত ১১ বছরৈ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে শহরটি।

সূত্র : আল আরাবিয়া

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত