ব্রিটেনের নতুন রাজা হিসেবে আজ শুক্রবার প্রথমবার ভাষণ দেবেন চার্লস ফিলিপ আর্থার জর্জ। মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সিংহাসনের দায়িত্ব পেয়েছেন তিনি। শোকাহত জাতির উদ্দেশে তৃতীয় চার্লস হিসেবে তার প্রথম ভাষণ হতে যাচ্ছে। খবর রয়টার্সের
বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে দুপুরে ৯৬ বছর বয়সে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে যুক্তরাজ্যের পাশাপাশি অন্যান্য দেশেও শোক নেমে এসেছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
৭৩ বছর বয়সী চার্লস ফিলিপ আর্থার জর্জ বিবৃতিতে বলেন, আমি প্রিয় মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি জানি তার মৃত্যুতে কমনওয়েলথ এবং সারা বিশ্বের অগণিত মানুষ গভীরভাবে অনুভব করবে।
শুক্রবার ভাষণ দেওয়ার আগে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃতীয় চার্লস। সিংহাসনে আরোহণ ও মায়ের শেষকৃত্যের বিস্তারিত আয়োজনের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও সঙ্গে দেখা করবেন তিনি। সেসময় বন্দুকের স্যালুট দেওয়া হবে। ভাষণ নিয়ে রাজপ্রাসাদ থেকে বিস্তারিত জানানো হয়নি।
-বাবু/এসআর